শেখ হাসিনা মেনন ইনুদের ‘প্রতীকী ফাঁসি'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় সমাজতানি্ত্রক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
সোমবার টিএসসিতে ফাঁসির মঞ্চ সাজিয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে নেতাদের কুশপুত্তলিকা ফাঁসির দড়িতে ঝোলানো হয়। ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচনের আগে ইয়ামিন বলেন, যারা গণহত্যা-গুম-খুন করেছেন এবং জাপা, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ যারা তাদের তল্পিবাহক হিসাবে কাজ করেছে তাদের নিষদ্ধি করতে হবে। আহত ও নিহতদের পরিবারের কাছে জিজ্ঞেস করুন তারা এ দলগুলোকে চায় কি-না, তাহলেই উত্তর পেয়ে যাবেন। খুনিদের ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, এতদিনেও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। দলগুলোকে নিষদ্ধি করে হত্যাকারীদের বিচার কার্যকর করতে পারেনি। অবিলম্বে খুনিদের ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে, কারাগারে যেন তাদের জামাই আদর না করা হয়।
বিপ্লবী সরকার গঠনের দাবি জানিয়ে ইয়ামিন মোল্লা বলেন, গণঅভু্যত্থান আইন মেনে হয়নি। তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে। জাতীয় ঐকমত্যে সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে হবে। গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করতে হবে। না হলে জনগণকে ভুগতে হবে।
0 Comments