সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি): বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ, দেশ, নদী, সাগর, দ্বীপ, প্রণালী
বিশ্ব ও মহাদেশ সম্পর্কিত
-
প্রশ্ন: পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উত্তর: অস্ট্রেলিয়া। -
প্রশ্ন: জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: ভারত। -
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট।
নদী ও সাগর সম্পর্কিত
-
প্রশ্ন: বাংলাদেশে কতটি প্রধান নদী রয়েছে?
উত্তর: প্রায় ৫৭টি। -
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর। -
প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উত্তর: আর্কটিক মহাসাগর। -
প্রশ্ন: কক্সবাজার সমুদ্রসৈকত কোন সাগরের তীরে অবস্থিত?
উত্তর: বঙ্গোপসাগর। -
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কোনটি?
উত্তর: ব্রাজিলের কোকোয়া কাবানা। -
প্রশ্ন: ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: মাদাগাস্কার।
দ্বীপ ও প্রণালী সম্পর্কিত
-
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া। -
প্রশ্ন: সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করে?
উত্তর: ভূমধ্যসাগর ও লোহিত সাগর। -
প্রশ্ন: পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। -
প্রশ্ন: মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উত্তর: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। -
প্রশ্ন: প্রণালী বলতে কী বোঝায়?
উত্তর: সমুদ্রের দুটি অংশ সংযুক্তকারী সরু জলপথ। -
প্রশ্ন: ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে বিভক্ত করেছে?
উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্স।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
-
প্রশ্ন: আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: দক্ষিণ আমেরিকা। -
প্রশ্ন: বিশ্বের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর: ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া।
বিশ্ব ও মহাদেশ সম্পর্কিত (চলমান)
-
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় বন কোনটি?
উত্তর: অ্যামাজন রেইনফরেস্ট। -
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল ফলস, ভেনেজুয়েলা। -
প্রশ্ন: পৃথিবীর সর্বনিম্ন ভূখণ্ড কোনটি?
উত্তর: মৃত সাগর উপত্যকা। -
প্রশ্ন: মাউন্ট কিলিমাঞ্জারো কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: আফ্রিকা। -
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি?
উত্তর: তিব্বত মালভূমি। -
প্রশ্ন: ইউরোপ ও এশিয়ার সংযোগকারী পর্বতমালা কোনটি?
উত্তর: উরাল পর্বতমালা। -
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম শুষ্ক মরুভূমি কোনটি?
উত্তর: সাহারা মরুভূমি।
নদী ও সাগর সম্পর্কিত (চলমান)
-
প্রশ্ন: গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ, ভারত। -
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে গভীর মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর। -
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটি?
উত্তর: দক্ষিণ চীন সাগর। -
প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে?
উত্তর: যুক্তরাষ্ট্র ও কানাডা। -
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি?
উত্তর: সুপিরিয়র হ্রদ। -
প্রশ্ন: টেমস নদী কোন শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর: লন্ডন।
দ্বীপ ও প্রণালী সম্পর্কিত (চলমান)
-
প্রশ্ন: শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে কোন প্রণালী রয়েছে?
উত্তর: পাল্ক প্রণালী। -
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রণালী কোনটি?
উত্তর: সুয়েজ খাল।
বিবিধ ভৌগোলিক তথ্য (চলমান)
-
প্রশ্ন: পৃথিবীর মোট জলভাগের পরিমাণ কত শতাংশ?
উত্তর: প্রায় ৭১%। -
প্রশ্ন: অ্যাটলান্টিক মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: গ্রিনল্যান্ড। -
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি?
উত্তর: চীনের মহাপ্রাচীর। -
প্রশ্ন: গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্র। -
প্রশ্ন: দ্য গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
উত্তর: অস্ট্রেলিয়া।
বিশ্ব ও মহাদেশ সম্পর্কিত (চলমান)
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: অ্যামাজন নদী।প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া।প্রশ্ন: বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি?
উত্তর: সাহারা মরুভূমি।প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ঠাণ্ডা স্থান কোথায়?
উত্তর: অ্যান্টার্কটিকা।প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: ভিক্টোরিয়া হ্রদ।নদী ও সাগর সম্পর্কিত (চলমান)
প্রশ্ন: নাইল নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ৬,৬৫০ কিলোমিটার।প্রশ্ন: ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ২,৯০০ কিলোমিটার।প্রশ্ন: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী প্রণালী কোনটি?
উত্তর: পানামা খাল।প্রশ্ন: বঙ্গোপসাগরের গভীরতম স্থান কোথায়?
উত্তর: সান্ডা ট্রেঞ্চ।প্রশ্ন: গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ২,৫২৫ কিলোমিটার।প্রশ্ন: চীন ও ভারতের মধ্যে কোন নদী প্রবাহিত?
উত্তর: ব্রহ্মপুত্র।দ্বীপ ও প্রণালী সম্পর্কিত (চলমান)
প্রশ্ন: মালদ্বীপ কতটি দ্বীপ নিয়ে গঠিত?
উত্তর: প্রায় ১,২০০টি।প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
উত্তর: বঙ্গোপসাগর।প্রশ্ন: জাপানের প্রধান দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি?
উত্তর: হনশু।প্রশ্ন: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে কোন প্রণালী অবস্থিত?
উত্তর: মালাক্কা প্রণালী।প্রশ্ন: ম্যাডাগাস্কার দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর: আফ্রিকার পূর্ব উপকূলে।প্রশ্ন: কাশ্মীর ও চীনকে পৃথককারী প্রণালী কোনটি?
উত্তর: কারাকোরাম পাস।প্রশ্ন: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে কোন প্রণালী অবস্থিত?
উত্তর: ইংলিশ চ্যানেল।প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া।প্রশ্ন: শ্রীলঙ্কার উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রণালী কোনটি?
উত্তর: পাল্ক প্রণালী।বিবিধ ভৌগোলিক তথ্য (চলমান)
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম পাম গাছ কোথায় পাওয়া যায়?
উত্তর: কলম্বিয়া।প্রশ্ন: পৃথিবীর গভীরতম জায়গা কোনটি?
উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ।প্রশ্ন: দ্য গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর: অস্ট্রেলিয়া।প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ গিরিখাত কোনটি?
উত্তর: গ্র্যান্ড ক্যানিয়ন।
0 Comments