Whatsapp Channel |
বিশ্বের ১৫০ দেশে হোয়াটসঅ্যাপ সক্রিয় অ্যাপ হিসেবে জনপ্রিয়। যার মাধ্যমে গ্রাহক এখন চ্যানেল খুলতে পারবেন। ব্যবহারকারীরা ব্যক্তিগতভাবে জরুরি আপডেট পেতে পারবেন এর মাধ্যমে। গ্রাহক যাকে ফলো করবেন, তা অন্য ফলোয়াররা দেখতে পাবেন না। এ ছাড়া এটি ব্যবহারকারী ও ফলোয়ার উভয়েরই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে বলে দাবি করছে মেটা।
চ্যানেলে যা করবেন
হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো পাওয়া যাবে ‘আপডেট’ নামক নতুন ট্যাবে। এখানেই গ্রাহক সেসব চ্যানেল এবং তাদের পোস্ট দেখতে পাবেন, যাদের তারা ফলো করেন বা ফলো করতে চান। চ্যানেলের আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি আপডেট করে নিতে হবে। ফিচারটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসে চলে এসেছে।
হোয়াটসঅ্যাপ খুললেই স্ক্রিনের ঠিক ওপরের দিকে ‘আপডেটস’ নামক অপশন দেখা যাবে। এই অপশনেই রয়েছে চ্যানেলের তালিকা, যেগুলো গ্রাহক ফলো করতে করতে পারবেন।
চ্যানেল ফলো করতে গেলে প্রথমে ‘+’ বাটনে ক্লিক করতে হবে, যা চ্যানেলের নামের পাশেই দেখতে পাওয়া যাবে। প্রোফাইলটি দেখতে চাইলে এ চ্যানেলের নামে ট্যাপ করলেই হবে। চ্যানেলের যে কোনো আপডেটে হোয়াটসঅ্যাপের ডিফল্ট ইমোজি ব্যবহার করে রিঅ্যাক্ট করা যাবে। তার জন্য একটা মেসেজ প্রেস করে হোল্ড করলে কাজটি সম্পন্ন হবে।
0 Comments